1. admin@dakbela.com : admin :
ওয়াসিম#পুরো নাম মেজবাহ উদ্দিন আহমেদ । - ডাক বেলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন কলারোয়া শাখার কমিটি গঠন কালিয়াকৈরে এক পক্ষের চাঁদা তুলা নিয়ে  কুষ্টিয়ায় ধানি জমিতে চোখ রাঙাচ্ছে তামাক। গাজীপুর কাপাসিয়ায় আমরাইদ কারিগরি কলেজে বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান সংবর্ধিত পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন

ওয়াসিম#পুরো নাম মেজবাহ উদ্দিন আহমেদ ।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৬ বার পঠিত

মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।

১৯৬৪ সালে “বডি বিল্ডিং” প্রতিযোগিতায় “মিস্টার ইস্ট পাকিস্তান” খেতাব পাওয়া এই মানুষটিকে কাছের মানুষেরা শুধু মেজবাহ বলেই ডাকতেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে সংশ্লিষ্ট হন। এস এম শফির “ছন্দ হারিয়ে গেলো” ছবির সহকারী হিসেবে কাজ করার সময় তিনি ওই ছবির ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেন। পরিচালক মহসিন তাঁকে “রাতের পর দিন” ছবির মুখ্য চরিত্রে (নায়ক) অভিনয়ের সূযোগ করে দেন। ১৯৭৩ সালে ছবিটি মুক্তি পায়। এ ছবির সাফল্য চলচ্চিত্র ব্যাবসার একটা ইতিহাস। রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান ওয়াসিম। এরপর ১৯৭৪ সালে ডাকু মনসুর, কে আসল কে নকল, জিঘাংসা ছবি গুলো ব্যাবসা সফল হবার পর ওয়াসিম হয়ে ওঠেন প্রযোজক ও পরিচালকদের কাংখিত তারকা। বলা হয়ে থাকে এই নায়কের প্রথম ছবি থেকে একের পর এক প্রায় ৫০ টি ছবি ধারাবাহিক ভাবে ব্যাবসা সফল।

১৯৭৬ সালে ওয়াসিম অভিনীত, এস এম শফির “দি রেইন” ছবিটি বাংলা ভাষার পাশাপাশি আরও একটি ভাষায় “ডাব” এবং দুটো ভাষায় “সাব টাইটেল” করা হয়। ছবিটি বিশ্বের ৪৬ টি দেশে মুক্তি পাওয়ায় ওয়াসিম পান আন্তর্জাতিক পরিচিতি। ব্যাপক ব্যাবসায়ীক সাফল্যের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি শাখায় পুরস্কৃত হয় ছবিটি। ব্যক্তিগত ভাবে সজ্জন, অমায়িক, মৃদুভাষী এই নায়ককে সে সময়ের একটি পত্রিকা “মিঃ ক্লিন” উপাধি দিয়েছিলো।

প্রায় দেড়শত ছবির নায়ক ওয়াসিম ১৯৪৭ সালের ২৩ মার্চ, চাঁদপুরের মতলব থানায় জন্মগ্রহণ করেন। গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এই প্রিয় মানুষটির প্রতি। মহান আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন।

ছবিঃ (ডানে উপরে) একফ্রেমে আড্ডারত পাঁচ তারকা ওয়াসিম, জাভেদ, আলমগীর, মাসুদ পারভেজ (সোহেল রানা) ও ফারুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর