সোলায়মান, স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নির্বাচনে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে কয়েক হাজার মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন করেছেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। বুধবার গোপালপুরের ঝাওয়াইল বাজার এলাকা থেকে এই শোডাউন শুরু করেন তিনি। পরে ভূঞাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে গোপালপুরে গিয়ে শোডাউন শেষ করা হয়।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,তিনি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন কিন্তু চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় জনমত তার পক্ষে থাকার পরেও তিনি মনোনয়ন নেননি।
পরিবার সূত্রে জানা যায়,তিনি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। ভূঞাপুর-গোপালপুরের জনগণ তাকে এমপি হিসেবে দেখতে চায়। জনগণের এমন চাপের কারণে তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছে। জননেত্রী শেখ হাসিনা এবার তাকেই মনোনয়ন দেবেন। গোপালপুর-ভূঞাপুর আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেবে বলে জানান তার পরিবার।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আরা রিনি জানান, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগের জন্য স্থানীয় সরকার বিভাগ বরাবর আবেদন করেন। পরে মন্ত্রণালয় পদত্যাগ গ্রহণ করে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।