'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৯ মার্চ শুক্রবার বিকাল ৪টায় সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
'সূর্যসেনঃবিস্মৃতপ্রায় এক মহাবিপ্লবী ' শিরোনামে একুশে পাঠচক্রের ৩৪তম আসরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী।
বক্তব্য উপস্থাপনা করেন আইনজীবী ছমির উদ্দিন ,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান মুসা। সঞ্চালনা করেন সংস্কৃতিমান মানিক সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক সদানন্দ সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদ্দাম হোসেন,স্বাধীনতা শিক্ষক পরিষদ কাকরকান্দি ইউনিয়ন কমিটি সাধারণ সম্পাদক লুৎফর রহমান মুকুল, শিক্ষক শান্তি সাহা,মনি গাঙ্গুলি,শঙ্করী সূত্রধর,সাংবাদিক পুলক রায়,
সাংবাদিক অমিত চক্রবর্তী প্রমুখ।
দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেন শিল্পী সদানন্দ সরকার,মনি গাঙ্গুলি,মোনালি সাহা।