‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০৩ মে শুক্রবার বিকাল ৫টায় সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘শ্রমিকের রক্তে কেনা মে’ শিরোনামে একুশে পাঠচক্রের ৩৯তম আসরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী।
বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ,শিক্ষক কার্তিক সাহা। সঞ্চালনা করেন সংস্কৃতিমান মানিক সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন কবি শহীদুল ইসলাম ফকির,বিবেক সাহা,অমিত চক্রবর্তী প্রমুখ।
দ্বিতীয় পর্বে স্বরচিত গান পরিবেশন করেন ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন টুটুল,মনি গাঙ্গুলি, পৌসি সাহা।কবিতা আবৃত্তি করেন অরুপ দেবনাথ,একুশে দ্যুতি,অনাবিল প্রমুখ।