ঢাকা মিরপুর – ১ দারুস ছালাম থানাধীন এলাকা থেকে মোঃ সোহাগ মল্লিক নামে একজন অটো রিকশা চালক হারিয়ে যায় হারানো ব্যক্তির স্থায়ী ঠিকানা জেলা বাগেরহাট, থানা মোড়েল গঞ্জ, গ্রাম দক্ষিণ কালকাবাড়ি, তিনি ছোটবেলা থেকেই বেড়ে ওঠেন গ্রামের বাড়িতে হঠাৎ জীবিকার খোঁজে কাজের জন্য চলে আসেন ঢাকা মিরপুর – ১ নাম্বার সেখানে তিনি একটি ভাড়া বাসায় থেকে অটো রিকশা ভাড়া নিয়ে জীবন যাপন শুরু করে। কিন্তু গত ২৮-এপ্রিল-২০২৪ ইংরেজি তারিখ রোজ রবিবার সকালে প্রতিদিনের ন্যায় অটো রিকশা নিয়ে বের হলে তিনি আর বাসায় ফিরেনি, তার বড় ভাই ছালাম মল্লিক তাদের সকল আত্মীয়-স্বজনদের বাড়ির সহ বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি।
এমতাবস্থায় দেশবাসী এবং প্রশাসনের প্রতি তিনি সহযোগিতা কামনা করছেন। নিখোঁজ ব্যক্তির বয়স আনুমানিক ৩১ থেকে ৩২ বছর লম্বা ৫ ফিট- ৬” থেকে ৫ ফিট- ৭” ইঞ্চি গায়ের রং ফর্সা তিনি একটি প্যান এবং শার্ট পরিহিত অবস্থায় ছিল। তাকে সনাক্ত করার জন্য তার ছবি সংযুক্ত করা হলো। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন। তবে তার স্থায়ী ঠিকানা অথবা নিম্নে দেয়া তার বড় ভাই ছালাম মল্লিক এর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার 01760997449, অথবা 01822222431, উল্লেখ থাকে যে সন্ধানকারী ব্যক্তিকে সম্মানি করা হবে।