1. admin@dakbela.com : admin :
এই ছেলে চুল দাড়ি কাটেন না কেন? #অনুগল্প # - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এই ছেলে চুল দাড়ি কাটেন না কেন? #অনুগল্প #

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলা প্রতিনিধ ।

এই ছেলে চুল দাড়ি কাটেন না কেন ?
-প্রয়োজন বোধ করি না তাই।
-সিগারেট খান?
– হুম অনেক
– প্রেম করেন?
– আগে করতাম এখন করি না।
– তো কেনো প্রেম ছেড়েছেন?
– আমি ছাড়িনি তো। তার আমার কাছে থাকার প্রয়োজন শেষ হয়েছে তাই সে ছেড়ে গেছে।
– হুম বুঝলাম। তো এই ছেড়া শার্ট টা পড়ে প্রতদিন ক্যাম্পাসে আসেন কেনো?
– ভাল শার্ট পরার প্রয়োজন হয় না।
– আপনাকে যে অনেকে পাগল বলে সেটা জানেন?
-অন্যেরা কি বলল সেটা কখনও ভাবি না। আমি কেমন এটাই আমার কাছে সবকিছু।
-এরকম শুকিয়ে গেছেন কেনো? খাওয়া দাওয়া করেন তো ঠিক মতো?
-রান্না পারি না। যতটুকু হোটেলে সম্ভব ততটুকুই খাওয়া হয়।
-কেনো বাবা -মা কোথায় থাকেন?
-আল্লাহের কাছে।
-ওহ সরি। যাবেন আমার সাথে?
-কোথায়?
– যেখানে আপনাকে মানুষে পরিণত করা যাবে।
-কেনো আমি কি মানুষ না?
– না। আপনি একটা ছাগল।
– তো ছাগল কে আপনি মানুষ করবেন কেনো?
– সারাজীবন সেই মানুষটার কোলে মাথা রাখার জন্য।
– যদি বলি যাবো না আপনার সাথে।
– মেরে ঠ্যাং ভেঙে দিব।
– তখন তো সেই খোড়া ছেলেকে আর চাইবেন না।
– আরে বুদ্ধু ঠ্যাং ভাংব এজন্য যাতে কখনও আপনি ছেড়ে যেতে চাইলে না পারেন।
– ভালবাসতে চান?
-সেটা বলিনি তো। আপনি তো ছাগল আর ছাগলের সাথে তো থাকা যায় না।
-তাহলে সারাজীবন থাকবেন বললেন যে?
-ছাগলটাকে আগে মানুষ করব তারপর ভালবেসে সারাজীবন কোলে মাথা রাখব।
– হুম বুঝলাম?
-কী বুঝলেন?
-কেউ একজন আমার জীবনটাকে হাতিয়ে নেবার প্লান করছে।
– সেটা বলতে পারেন। ছাগলকে মানুষ করতে গেলে তো তার জীবন ছিনিয়ে নিতে হবেই।
-হাতটা দিবেন?
-কেনো?
– একটু দেখব এই হাতটা কতদিন আমাকে ধরে রাখতে পারবে।
– কেনো নয়। তবে শুধু হাত ধরে থাকলে হবে না। অজানা কোনো পরে সারাদিন হাটতেও হবে।
-তাহলে শুরু করা যাক।
-হুম অবশ্যই♥️♥️

#অনুগল্প

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর