এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
শেরপুরে সুঁইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারী এবং তাদের যৌনসঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম বিষয়ে জেলা পর্যায়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১ টায় শেরপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ও পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম।
সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ জসীম উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন-সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও কেয়ার বাংলাদেশ এনজিও সংস্থার প্রতিনিধিগণ।
সভায় মাদকদ্রব্যের কুফল ও এইচআইভি প্রতিরোধের বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করে এইচআইভি রোধে সকলকে সচেতন করার আহ্বান জানান হয়।।