শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পূর্বাঞ্চলের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও আসন্ন রায়পুরা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবীর মনিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয়।
গত ৫ এপ্রিল রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল জনসাধারণের ন্যায্য অধিকার দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইচ্ছাপোষণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম মিয়া,প্রচার সম্পাদক প্রদীপ বিশ্বাস, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একে এম মহিউদ্দিন,জেলা পরিষদ সাবেক সদস্য সাইফুর রহমান,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক জজ মাহমুদ, খন্দকার টিপু সুলতান,পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলমগীর হোসাইন, সিনিয়র সহ- সভাপতি মোস্তাফিজুর রহমান (ফরিদ) মির্জাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ বকুল মিয়া,সাধারণ সম্পাদক মুন্না,রায়পুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দুলাল ভান্ডারী, সদস্য মুকুল সরকার, মহেশপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,মহেশপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবীর মনিরের আহবানে উপস্থিত প্রায় দুই হাজার মানুষের মাঝে দোয়া মাহফিলে ইফতার বিতরণ করা হয়।