আমিরাবাদে সরকারি খাস জমি উদ্ধার
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকায় অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি ৩৮ শতাংশ খাস জমি উদ্ধারে অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েলের নির্দেশে কানুনগো মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।
মিজানুর রহমান বলেন, স্থানীয় মৃত লাল মিয়ায় ছেলে সিরাজুল ইসলাম সরকারি ৩৮ শতাংশ জায়গায় স্থাপনা নির্মাণের জন্য ইঁট বালি কঙ্কর নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে এসিল্যান্ড মহোদয়ের নির্দেশে ৩৮ শতাংশ খাস জায়গা উদ্ধার করে লাল পতাকা গেরে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দখলের অভিযুক্ত সিরাজুল ইসলাম বলেন আমি সরকারি খাস জায়গা ছেড়ে আমার খতিয়ান ভুক্ত জায়গায় স্থাপনা নির্মাণ করছি।
এসময় পদুয়া ভূমি অফিসের তহশিলদার শরফুদ্দীন খান উপস্থিত ছিলেন।