মিথুন কর্মকার আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীর শাখারিয়া নামক বাসস্টান্ড থেকে মঙ্গলবার সকালে বরগুনার ডিবি পুলিশ ৩ কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে। আটক দুই ভাই কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা চাচাত ভাই।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার ডিবি পুলিশের ওসি মো. বশির আলমের নেতৃত্বে একদল ডিবি পুলিশ মঙ্গলবার সকাল সোয়া ৫টার সময় আমতলী উপজেলার শাখারিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের জসীম গাজীর ছেলে সজীব (২৩) ও একই গ্রামের আনোয়ার হোসেন গাজীর ছেলে মিলন গাজী (২৪) কে আটক করে। আটকের পর তাদের ব্যাগ তল্লাসী করে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তারা সম্পর্কে দুই জন চাচাত ভাই। সজীব ও মিলন কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সোমবার সন্ধ্যায় হানিফ পরিবহন যোগে ৩কেজি গাঁজা নিয়ে আমতলী আসছিল। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মিলন ও সজিব পেশাদার মাদক বিক্রেতা বলে ডিব পুলিশ জানায়।
ডিবি পুলিশের বরগুনার ওসি মো. বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার শাখারিয়া নমক স্থান থেকে সজীব গাজী ও মিলন গাজী নামে ২জনকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আটকের পর তাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, সজীব গাজী ও মিলন গাজীর বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মঙ্গলবার মামলা করা হয়েছে। মামলার পর তাদেরকে ওই দিন বিকেলে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।