মিথুন কর্মকার , আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনায় আমতলীতে ইউএসএআইডির অর্থায়নে ‘ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি’ (সিএসএ) এ প্রকল্প আইএফডিসির আয়োজনে আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রামে উপজেলা কৃষি অফিসের সহযাগিতায় ইউএস এআইডির সহোযাগিতায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেদ্রের উদ্যোগ ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি ওই কর্মসূচীর আয়োজন করে।
বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা শস্য কর্তন ও মাঠ দিবস পালনের উদ্বোধন করেন।
ওই সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেদ্র বরগুনা জেলা ফিল্ড সুপারভাইজার কৃষিবিদ মো. নাজমুল হক, জেলা কো-অর্ডিনেটর মো. আব্দুর রব, সাংবাদিক জাকির হোসন, হায়াতুজ্জামান মিরাজ, সাইদুর রহমান প্রমুখ।