বিশেষ প্রতিনিধি এসএম শাকিল আহমেদ
গেলেন কালিয়াকৈর যুবলীগের সভাপতি সফল সভাপতি মোঃ হিরু মিয়া তাছাড়াও আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রাণপ্রিয় নেতা কালিয়াকৈর সফল সভাপতি মুরাদ কোভিদ সেই সাথে মৌচাক সফল চেয়ারম্যান আলহাজ লোকমান হোসেন চেয়ারম্যান সেই সাথে সে বলে গেলেন মৌচাকের সকল জনগণের কাছে আমি চিরঋণী আমার বাবা আলহাজ্ব মজিবুর রহমান আমাদের ভিতরে নেই তাতে কি হয়েছে তার সুযোগ্য ও সন্তান আমরা আছি জনগণের খেদমত করায় আমাদের কাম্য এই সরকার থাকাকালীনে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি ইনশাআল্লাহ আমরা আরো করে যাব নয়নের মনি মৌচাক কে আমরা একটি শহর গড়ে তুলবো শুধু শহর না মৌচাক ইউনিয়ন পরিষদের সকল জনগণকে বলে যেতে চাই আজকে জনতা যুব সংঘের আরেকটি মেসেজ দিয়ে যেতে চাই এই ক্লাবের সকল সদস্যদের জানাই মাধব মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য অনুরোধ করা হলো