মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া । তারিখ- ২৭.০৪.২০২৪ইং
আজ রবিবার (২৮ এপ্রিল) কসবা উপজেলার ৮নং কুটি ইউপি সাধারণ নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার ও কুটি ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার অমিত কুমার দাশ জানিয়েছেন। তিনি জানান, ইউপি নির্বাচনে ১১ টি ভোট কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রই ঝুকিপূর্ণ। তিনি আরো জানান, নির্বাচনী এলাকায় ৭ জন ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন র্যাব, ১ প্লাটুন বিজিবি, ২৪২ জন পুলিশ ও আনসার ভিডিপি সদস্যগন ভোট কেন্দ্রের নিরাপত্তা বজায় রাখবেন।
জানা যায়, ভোট গ্রহনের দায়িত্বে প্রিজাইডিং অফিসার ১১ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৮৯ জন এবং পোলিং অফিসার ১৭৮ জন নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
কুটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীগন হচ্ছেন: মোস্তাক আহম্মেদ, মোঃ শারীফ সরকার, ইউসুফ আহম্মেদ, মোঃ আফতাব উদ্দিন নাসির, মোঃ নজরুল ইসলাম জিতু, মোঃ সানু মিয়া, ফারুক ইসলাম, মোঃ শাহজাহান ভূইয়া ও মোঃ জাকির হোসেন।
নির্বাচনী এলাকার মোট ভোটার ৩৩ হাজার ৪ শ ৩৫ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭ শ ৭৬ জন এবং মহিলা ভোটার ১৫হাজার ৬ শ ৫৯ জন।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া । তারিখ- ২৭.০৪.২০২৪ইং