রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ৫শ ৩০গ্রাম হেরোইনসহ নাছির উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন গোদাগাড়ীর বসন্তপুর গণিগ্রাম এলাকার নওশাদ আলীর ছেলে।
আজ বুধবার সকাল ১০টায় র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে গোদাগাড়ী থানার বসন্তপুর বাজার মোড়ে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ওই দল বসন্তপুর বাজার মোড়ে পৌছালে দুইব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টাকালে নাসির উদ্দিনকে আটক করে র্যাব।
আটকের পর তার কাছে তল্লাশী চালিয়ে ৫শ ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে
গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে