গাজীপুর সদর প্রতিনিধি
ইসমাইল হোসেন সাগর
অবৈধ ভাবে বসা কাঁচা বাজার উচ্ছেদ
১৫-০৯-২০২৩ ইং শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময়
সালনা হাইওয়ে থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার ও বাঘের বাজার নামক দ্বয়ের মহাসড়কের উপর/পাশে অবৈধ ভাবে বসা কাঁচা বাজার উচ্ছেদ এবং থ্রী হুইলার বিরোধী অভিযান জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার হাইওয়ে গাজীপুর সদর সার্কেল মহোদয়ের নেতৃত্বে সালনা হাইওয়ে থানার আই সি ও সঙ্গীয় অফিসার ও ফোর্স কর্তৃক পরিচালিত হয়। উক্ত অভিযান ভবানীপুর বাজার ও বাঘের বাজার এর প্রায় ২০০-৩০০ অস্থায়ী দোকানপাট ও কাঁচা বাজার উচ্ছেদ করা হয়।
গাজীপুর সদর ভবানীপুর বাজার ও বাঘের বাজার হাইওয়ে রোডে থাকা সকল দোকান পাট উচ্ছেদ করায় সাধারণ জনগণ এতে খুবই উপকৃত হয়েছে দিনের পর দিন হাইওয়ে রোডের মাঝে অবৈধ দোকানের কারণে সাধারণ জনগণ চলাচল খুবই কষ্টদায়ক হয়ে পড়েছে দীর্ঘদিন যাবত হাইওয়ে রোডে অবৈধ দোকানপাট বসার কারণে যানজট লেগেই থাকে এতে সাধারণ জনগণ চলাচল খুবই বিপদজনক হয়ে পড়েছিল।
ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের অবৈধ দোকানপাট উচ্ছেদ করার জন্য।
মাননীয় মহোদয় গাজীপুর হাইওয়ে সার্কেল সহকারী পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন এলাবসী।