এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)ঃ
দেশে হঠাৎ করে পিঁয়াজের দাম এক লাফে দ্বিগুনেরও বেশি হয়ে যাওয়ার পর থেকে সারাদেশে ‘টক অফ দ্যা কান্ট্রি’তে পরিনত হয়েছে পিঁয়াজের বাজার। সারাদেশে প্রশাসনও নড়েচড়ে বসেছে বাজার নিয়ন্ত্রনে। বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৭ দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১১ ডিসেম্বর’২৩ ইং সোমবার বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম উপজেলার টাইমবাজার, চাম্বল,ও প্রেমবাজারে অভিযান পরিচালনা করে ৭ দোকানদারকে বেআইনীভাবে অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রির অপরাধে ৩১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ক্রয়মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইনে মূল্যতালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।