কাউসার আহমেদ নয়ন : স্টাফ রিপোর্টার
:
ইমাম পরিবহনের চালক দ্বারা ধর্ষণের স্বীকার হয়েছেন ঈশ্বরগঞ্জের এক গৃহবধূ। জানা যায় গত সোমবার (১৬/১৯/২৩ইং) ঢাকায় যাওয়ার জন্য নানার সাথে বাস কাউন্টারে আসে ঐ গৃহবধূ (২২) পরে নানা ভূলবশত ঢাকাগামী বাসে না উঠিয়ে হালুয়াঘাট গামী ইমাম পরিবহনের একটি বাসে উঠিয়ে দিলে সেই গৃহবধূ হালুয়াঘাট চলে আসে।
ভূলবশত চলে আসা গৃহবধূকে চালক আবার ঢাকাগামী অন্য একটি বাসে তুলে দিতে রাস্তায় দাঁড়ালে এক মহিলা কোথায় যাবেন জিজ্ঞেস করলে গৃহবধূ বিষয়টি খুলে বলেন। এসময় পাশে দাঁড়ানো ইমাম পরিবহনের অন্য এক চালক বিষয়টি শুনে ফেলে এবং গৃহবধুর সাথেই বাসে ওঠে । যাওয়ার পথে গৃহবধূ কে ফুসফুলিয়ে বাস থেকে নামিয়ে ধারা বাজার নামক স্থানে দাড়িয়ে থাকা ফাঁকা বাসে উঠিয়ে ধর্ষণ করে। গৃহবধূ
চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে
মৃত্যুর হুমকি দেয়। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ওই গৃহবধূকে ধর্ষণ করে চালক জাহাঙ্গীর। গাড়িতে ধর্ষণ ছাড়াও স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় আরো কয়েকবার ধর্ষণ করে নিরীহ এই গৃহবধূকে। পরবর্তীতে সুযোগ বুঝে গৃহবধূ তার বাবাকে পুরো ঘটনাটি বললে বাবা হালুয়াঘাট থানা পুলিশকে বিষয়টি খুলে বলেন।
তাৎক্ষণিক থানা পুলিশ ওই নারীকে পাগলপাড়ার ভাড়া বাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি অভিযান চালিয়ে সেই ইমাম বাসসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।আজ শুক্রবার(২০ অক্টোবর )সকালে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার আহসান হাবিব।
স্টাফ রিপোটার্স :কাউসার আহমেদ নয়ন
01707520124