1. admin@dakbela.com : admin :
সাতকানিয়ায় ১৭ টাকা পাওনাকে কেন্দ্র করে ছু রিকাঘা তে যুবককে হ ত্যা - ডাক বেলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা সাতকানিয়ায় অবৈধ বালু ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন সাতকানিয়ায় বালু ব্যবসায়ীদের হামলা, আহত ৬ নবাগত পুলিশ সুপার মহোদয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। রাজশাহীতে চরে জরিপে অবরুদ্ধ ১০ সার্ভেয়ার রাকাবের প্রধান শাখায় দু’পক্ষের হাতাহাতি,আহত ১ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার আহবানঃ আরএমপি কমিশনার সিংড়ায় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করলেন জার্জিস কাদির বাবু আমতলীর সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক টিম লিডার রিপন মুন্সি। যশোরে মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে মধুমেলার মাঠের নিলাম

সাতকানিয়ায় ১৭ টাকা পাওনাকে কেন্দ্র করে ছু রিকাঘা তে যুবককে হ ত্যা

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭৩ বার পঠিত

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম

সাতকানিয়ায় দোকানের ১৭ টাকা বকেয়া পাওনাকে কেন্দ্র করে এক যুবককে ছু রিকাঘা তে হ ত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩৩)। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহতের বড় ভাই জিয়াবুল (৩৮) আরিফ (২৪) আহত হন।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার ছদাহা মিঠার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হক ছদাহার আজিমপুর এলাকার বদিউল আলমের ছেলে।

নিহতের বড় ভাই মোঃ আজিজুল হক বলেন, আজিমপুর এলেনা পুকুর এলাকায় রায়হানের চায়ের দোকানে আমার ছোট ভাই মাহমুদুল কয়েক দিন আগে নাস্তা করে ১৭ টাকা বকেয়া করেছিল। গত রোববার সে বকেয়া টাকা পরিশোধ করেন। ওইদিন রায়হান স্থানীয় লোকজনকে বলে বেড়ান সে মাহমুদুল থেকে আরো টাকা পাবে। পাওনার বিষয়ে গত সোমবার সকালে রায়হানের দোকানে জিজ্ঞেস করতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে রায়হান আমার ছোট ভাইকে লোহার রড নিয়ে মারার চেষ্টা করেন। এ ঘটনার জেরে পরে একই দিন বিকালে ৮-১০ জনের একটি স ন্ত্রা সী বাহিনী নিয়ে মাহমুদুল হকের ভাড়া বাসায় হামলা চালান রায়হান। এসব বিষয়ে রায়হানের ঘনিষ্ঠজনদের জানালে তারা মঙ্গলবার বিকালে সমাধানের কথা বলে আমার বড় ভাই জিয়াবুলসহ মাহমুদুল হককে মিঠার দোকানে ঢেকে নেন। আমার ভাইয়েরা সেখানে গেলে রায়হান মহাসড়কের পূর্ব পাশে জাকিরের চায়ের দোকানে মোঃ সোহাগ ও মোঃ সাইফুলসহ ৮-১০ জনকে সেখানে পাঠান। দোকানে বসা অবস্থায় মোঃ সোহাগ ও মোঃ সাইফুল আরো কয়েকজন নিয়ে আমার ভাইয়েদের ছু রি কা ঘা ত করে পালিয়ে যায়। পরে লোকজন মাহমুদুল হককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছু রি কা ঘা তে আহত বড় ভাই জিয়াবুলকে আশ ঙ্কা জনক অবস্থায় চমকে ভর্তি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর