ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি বলেছেন-শিক্ষাই জাতির মেরুদন্ড। বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা এবং সরকারের অবদান বিশ্বের এখন রোল মডেল। শিক্ষা প্রতিষ্ঠানের চাকচিক্যের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদেরই এগিয়ে আসতে হবে। শিক্ষার আলোর ছড়ানোর স্বার্থেই আমি কোন ভেদাভেদ করি নাই। আপনাদের মাঝেও রাখবেন না।
মির্জা আজম ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুরের মেলান্দহে জাহানারা লতিফ মহিলা কলেজের একাডেমিক ভবন, অফিস সজ্জিতকরণ এবং নতুন শ্রেণি কক্ষের উদ্ধোধন শেষে শিক্ষকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ কথা বলেন। জামালপুর পৌর মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু, জেলা আ’লীগের সহসভাপতি-মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নহ, অধ্যক্ষ খায়রুল ইসলাম, উপাধ্যক্ষ্য আশরাফ হোসেন লিচু প্রমুখ ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।