শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি :
গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষে হেরিংবোন বন্ড করণ প্রকল্পের আওতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে খড়িয়া কাজিরচর ইউনিয়নের বীরবান্দা রুস্তম আলীর বাড়ী হতে নতুন বাজার পর্যন্ত নির্মাণ কাজের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন খড়িয়া কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া প্রমুখ। উল্লেখ্য, ৫৯ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে ৭০০ মিটার রাস্তার নির্মাণ সম্পন্ন হবে।