মো: আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি !
৫২ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ জেলা পর্যায়ের খেলায় কুষ্টিয়া সদরকে ৬৩ রানে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।
আজ বুধবার ২৪ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমারখালী। ১০ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১৪০ রানের বিশাল টার্গেট দেই কুমারখালী।জবাবে ব্যাট করতে নেমে কুষ্টিয়া সদর ৪ উইকেটের বিনিময়ে ৭৭ রান করে ওভার শেষ করে এবং কুমারখালী ৬৩ রানে জয়লাভ করে।
তাদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন কুমারখালী এম এল পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং বিভাগীয় মাচের জন্য শুভকামনা জানিয়েছেন তারা।