শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়ন পরিষদে তৃণমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ মে) দুপুর ২ টার দিকে শ্রীনগর ইউপি পরিষদের আয়োজনে পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খাঁন( রাসেল) সভাপতিত্বে ইউনিয়ন সচিব মোঃলিয়াকত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।
শ্রীনগর ইউপি সদস্য মোঃ জালাল মিয়াসহ সকল ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উন্মুক্ত বাজেট সভা উপস্থিত ছিলেন।
পরিশেষে উন্মুক্ত বাজেট সভার সভাপতি চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও ইউপি পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খাঁন (রাসেল) বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ, ২০২৫-২০২৫ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।