রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলছে রাজশাহীর পবার কাটাখালীর রাজতিলক প্রেক্ষাগৃহে। শুক্রবার বিকালে এ সিনেমা প্রদর্শনের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা জানতে পারব।
বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন। বঙ্গবন্ধুর মা, দাদা-দাদি সম্পর্কে আপনারা জানতে পারবেন। ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন।’
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীরা আর তেমনভাবে বই পুস্তক পড়তে চায় না। এখন সবায় বায়োপিকের দিকে আকৃষ্ট হচ্ছে। ভবিষ্যতে এই ছবিটি সার্চ করলেই পাওয়া যাবে। যা বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটি মাইল ফলকের কাজ করবে।
উদ্বোধন শেষে সংসদ সদস্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ছবিটি সম্পূর্ন উপভোগ করেন।
এসময় সংসদ সদস্যের সাথে ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগ ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদ আলী মোরশেদ, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক এমদাদ, সাধারণ সম্পাদক তফিকুল ইসলামসহ ফারুক হোসেন ফারদিন, সামাউল ইসলাম সুইট প্রমুখ।
উল্লেখ, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
অপেক্ষার পালা শেষে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বৃহস্পতিবার ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।