হায়দার খান ।
নিউজ ডেক্সঃ বাংলাদেশের নির্মাণ কাজে ব্যবহৃত হয় কয়লায় ও লাকড়িতে পোড়ানো ইট, সে ইট তৈরি প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি হলেন মির্জাপুর উপজেলার গোড়াইয়ের কৃতি সন্তান ফিরোজ হায়দার খান ,
মির্জাপুর উপজেলায় ইট প্রস্তুতকারী মালিক সমিতির পক্ষ থেকে তাকে এটা সংবর্ধনা দেন , গত নয় মার্চ রোজ শনিবার মির্জাপুর হাটুভাঙ্গা বংশাই স্কুল মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ হায়দার খান। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পরিবেশ অধিদপ্তর, বি এস টি , পরিবেশ অধিদপ্তর, সহ সকল প্রকার ভ্যাট টেক্স দিয়ে থাকি । যদি আমরা সকল প্রকার ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি তাহলে আমাদের বলার আগেই অবৈধ ইট প্রস্তুতকারী বলা হয় কেন ।এই কথাটা পরিবর্তন করতে হবে আমাদেরকে একটা শিল্পের ভিতরে জায়গা করে দিতে হবে । তিনি আরো বলেন পরিবেশের দূষণের মাত্রই ১০ শতাংশ ভূমিকা পালন করে থাকে এই ইট ভাটা আর যারা বাকি ৯০ শতাংশ দূষিত কর্মকান্ডে লিপ্ত আছে কারখানাগুলো তাদের তো কোন ব্যবস্থা করা হয় না, শুধু আমাদেরই পরিবেশ দূষণের নামে অভিযোগ করে অভিযুক্ত করা হয় । তাই আমাদেরকে শিল্পের জায়গা দিয়ে আমাদেরকে ইট প্রস্তুত করার সহযোগিতা করে দিতে হবে সরকারের । ইটভাটা নিয়ে একটা মহল চক্রান্ত করে আসতেছে । যাতে করে ইট প্রস্তুতকারী বন্ধ হলে তারা বাহির দেশ থেকে পাথর এনে মোটা অংকের অর্থ হাতে নিতে পারে । তাই এই সুযোগ অসাধু ব্যবসায়ীদের কোনভাবেই দেওয়া যাবে না । দেশ ও জাতির রক্ষার্থে আমাদের সচেতন থাকতে হবে । ইট ভাটার সাথে এদেশের প্রায় ৫০ লাখ দরিদ্র জনগণ জড়িত যাদের কর্মসংস্থান এই ইট ভাটার উপরে । একমাত্র রোজি রোজগার এই ইটভাটার উপরে । তাই সরকারের কাছে সে অনুরোধ করেছে আমাদের একটা নিয়ম-নীতির মধ্যে ইট প্রস্তুত করা সুযোগ প্রদান করা হোক । অনুষ্ঠানটি পরিচালনা করেন গোড়াইয়ের কৃতি সন্তান রাজ্জাক সিদ্দিকী । সময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক , মির্জাপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির বিভিন্ন সদস্যগণ ।