শফিকুল ইসলাম :
বাংলাদেশ আনসার ও ভিডিপি কেন্দ্রীয় কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ আগষ্ট) রবিবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনসার ও ভিডিপি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃমাঈন উদ্দিনের নির্দেশনায় ও আহবায়ক মোঃমতিউর রহমানের নেতৃত্বে ‘এক দফা এক দাবী চাকুরী জাতীয়করণ করতে হবে” স্লোগান দিয়ে মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ আনসার ও ভিডিপি কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা বক্তব্যে বলেন,আমরা বাংলাদেশের সকল ইউনিয়ন দলনেতা ও ওয়ার্ড দলনেতা, দলনেত্রী বৃন্দ। আমরা মোট জনবল ১৬১১২ জন, আমরা বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃনমূলের প্রান, মসিক ৩ হাজার টাকা বেতনে আমরা সংসার চালতে পারছি না, , আমরা নির্বাচন, পূজা, দূর্যোগ,ট্রাফিক, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় সমুখে যোদ্ধা হয়ে দায়িত্ব পালন করে থাকি,। আনসার বাহিনীর সমগ্র প্রশিক্ষনের প্রশিক্ষনী প্রেরন করে থাকি,আমাদের দাবী হচ্ছে চাকরি স্থায়ী করন করা,বেতন ভাতা বৃদ্ধি করা,৪( চার) সদস্য বিশিষ্ট রেশন সামগ্রী প্রদান,কর্মকর্তা কর্মচারী বৈষম্য দূরীকরণ করার দাবী প্রকাশ করেছেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আনসার ও ভিডিপির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আতিকুর রহমান,আ:কায়েস, জামাল মিয়া,মো: নিজাম, মালেকা বেগম,সিফায়েত উল্লাহ প্রমূখ।