1. admin@dakbela.com : admin :
বকশীগঞ্জে সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ প‌উস কর্তৃক প্রশিক্ষণের ব্যাপক অনিয়মের সংবাদ সম্মেলন। - ডাক বেলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন কলারোয়া শাখার কমিটি গঠন কালিয়াকৈরে এক পক্ষের চাঁদা তুলা নিয়ে  কুষ্টিয়ায় ধানি জমিতে চোখ রাঙাচ্ছে তামাক। গাজীপুর কাপাসিয়ায় আমরাইদ কারিগরি কলেজে বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান সংবর্ধিত পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন

বকশীগঞ্জে সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ প‌উস কর্তৃক প্রশিক্ষণের ব্যাপক অনিয়মের সংবাদ সম্মেলন।

Sm Shakil
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ বার পঠিত

 

ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের বকশীগঞ্জে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ প‌ওস কর্তৃক দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন ও আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের বিরুদ্ধে বেতন ভাতা না দেওয়ার ও ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় এই প্রকল্পের নানা অনিয়ম প্রসঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ ট্রেডের ছাত্র ছাত্রী ও প্রশিক্ষক বৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রশিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা অত্র প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতিগুলো একে একে মৌখিকভাবে প্রকাশ করেন। জানা যায়, অত্র প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনার জন্য গত ১৩/১২/২০২২ইং থেকে ৩১/১২/২০২৩ইং তাং পর্যন্ত মৌখিকভাবে ট্রেইনার নিয়োগ করা হয়। তারপর নির্ধারিত সময় থাকা সত্ত্বেও মোবাইল মেসেজ এর মাধ্যমে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রকল্পের প্রথম দিকে নিয়মিত বেতন ভাতা দিলেও পরবর্তীতে বেতন ভাতা দিতে ব্যাপক অনিয়ম করে।
ট্রেনারদের থিওরি ক্লাসের জন্য বলা হলেও প্রাকটিক্যাল ক্লাসের জন্য বাধ্য করা হয় কিন্তু বেতন বৃদ্ধি হয় না। প্রকল্পের প্রতি ব্যাচের জন্য ৪৫ দিনের কর্ম দিবস থাকলেও তা ৩৮/৪০ দিবসে শেষ করে। এবং প্রকল্প থেকে যে সার্টিফিকেট প্রদান করা হয় তা ভুল প্রদান করা হয়েছে যা সঠিক করার কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রেনারদের দুপুরে লাঞ্চের ব্যাপারেও অনিয়ম করা হয়েছে। প্রশিক্ষনার্থীদের যাতায়াতের সম্মানি ভাতা প্রদানে ব্যাপক অনিয়ম হয়। যার মধ্যে অনেকে ই অসুস্থতা ও দুর্গম পাহাড়ি এলাকায় থাকায় সম্মানী ভাতা ও সার্টিফিকেট হস্তান্তর করা হয় নাই।
সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাহ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর