ইয়াছির আরাফাতজা মালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নের পশ্চিমপাড়ার মুক্তার হোসেনের ছেলে মিনহাজ (৫) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই ঘটনাটি ঘটে।
ঘটনায় স্থলে যেয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় মিনহাজ (৫) বাবা-মার সাথে থাকা অবস্থায় সে বাহিরে খেলতে যায়,দীর্ঘ সময় বাড়িতে না আসায় মিনহাজ (৫) এর মা এলাকায় তাঁকে খোজাখুজি করে কোথাও তাঁকে না পেয়ে এলাকার লোকজনদের জানায় পড়ে খুঁজখবরের এক পর্যায়ে মিনহাজ (৫) কে বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়। তাৎক্ষনিক তাঁকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।