1. admin@dakbela.com : admin :
নালিতাবাড়ী থানা পুলিশ কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত - ডাক বেলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হলুদ সরিষা ফুল যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলা ভূমি কুষ্টিয়ায় বিএনপি কর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা। সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের বিশিষ্ট সাংবাদিক মোঃ শাহ আলম চৌধুরী আর নেই কেশবপুরে শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কুষ্টিয়ায় জেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা সাতকানিয়ায় অবৈধ বালু ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন সাতকানিয়ায় বালু ব্যবসায়ীদের হামলা, আহত ৬ নবাগত পুলিশ সুপার মহোদয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। রাজশাহীতে চরে জরিপে অবরুদ্ধ ১০ সার্ভেয়ার

নালিতাবাড়ী থানা পুলিশ কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৮০ বার পঠিত

শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:

নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে অফিসার ফোর্সের মনোবল বৃদ্ধির জন্য থানা প্রাঙ্গনে আনন্দ আয়োজনের অংশ হিসাবে এক মনোমুগ্ধকর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নালিতাবাড়ী থানায় প্রাঙ্গণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন জাতীয় ও স্থানীয় শিল্পীগোষ্ঠীর সদস্যরা।

অনুষ্ঠানে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্যরা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় দিনরাত ২৪ ঘন্টা দেশের কল্যাণে ও ক্রান্তি কালে সরকারি মহান দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। কর্মক্ষেত্রে তাঁদের কর্মতৎপরতা, মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদান করার লক্ষ্যে নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্বে নালিতাবাড়ী থানার উদ্যোগে থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে প্রীতিভোজ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অন্যান্য অতিথিবৃন্দদের নিয়ে প্রধান অতিথি সম্মানিত পুলিশ সুপার, শেরপুর মহোদয় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর