নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায়
কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলাম । বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তন হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,নলছিটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের নলছিটি উপজেলা সংবাদদাতা এনায়েত করিম,সাংবাদিক ইউসুফ তালুকদার, মিলন কান্তিদাস ,মোঃ আবদুল কুদ্দুস, শাহাদাত হোসেন মনু, মেজবাহ খান রতন,কায়কোবাদ তুফান,আমির হোসেন, মোঃ শরিফুল ইসলাম পলাশ, মোঃ মিরাজ হোসেন, মোঃ আমিন হোসেন, নাঈম মল্লিক, রাসেল মৃধা, মশিউর রহমান,মোস্তাফিজুর রহমান রিপন,মিজানুর রহমান,শহীদ তালুকদার, তপু পোদ্দার, ইব্রাহিম খলিল প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী।নলছিটি উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি নলছিটি উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
এর আগে তিনি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যলায়ে ও পটুয়াখালী জেলার গলাপিচা উপজেলার
সহকারী কমিশিনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের এত ৩৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।