নাজমুল হাসান স্টাফ রিপোর্টার যশোরের বেনাপোল।
অপরাজিত ভারতীয় মুভি অনেকে দেখে থাকবেন? তেমন এক অদ্ভুত বাংগালী রাজনীতিবিদ পাওয়া গেছে ভারতীয়ও রাজনৈতিক দলের বিজেপি তে। কারেক্টর দেখুন কে এই বহুরুপী নেতা!
বিশ্বজিৎ দাস হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে যুক্ত।[১][২]
২০১১ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি বাগদা বিধানসভা কেন্দ্র এর বিজেপি বিধায়ক।
বিশ্বজিৎ দাস ২০১১ সালে প্রথম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে সদ্য প্রতিষ্ঠিত বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস তার নিকটতম ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের প্রার্থী ডঃ বিশ্বজিৎ বিশ্বাস কে ২৪ হাজার ৬২০ ভোটে পরাজিত করেন।[৫]
২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি এই একই কেন্দ্র থেকে মহাজোট সমর্থিত নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুশান্ত বাওয়ালী কে ৩৩ হাজার ১৯২ ভোটে পরাজিত করে দ্বিতীয় বার বিধায়ক নির্বাচিত হন।[৬]