রহিদুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রুখো আমেরিকা, রুখো জামাত- বিএনপি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নওগাঁ জেলা শাখার
বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) ওয়ার্কাস পার্টির নওগাঁ জেলা কার্যালয়ে বিকাল ৪টায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমরেম শহীদ হাসান সিদ্দিক স্বপনের সভাপতিত্বে
প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি জননেতা লিয়াকত আলী লিকু।
এছাড়াও আরোও বক্তব্য রাখেন কমরেড সালাউদ্দিন মিন্টু, কমরেড আব্দুস সবুর বারি,কমরেড লুৎফর রহমান।
বক্তারা বলেন সাম্রাজ্যবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রকে রুখার জন্য ওয়ার্কার্স পার্টিকে রাজপথে থাকতে হবে পাশাপাশি জনগণের আস্থা ফিরিয়ে আনতে দ্রব্যমূল্য’র দাম কমানোর দাবিতে আন্দোলন সংগ্রাম করতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার জন্য ওয়ার্কার্স পার্টিকে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টির নওগাঁ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।