এস কে সুমন ঃ- তীব্র এ-ই গরমে সবাই থাকি সাবধানে,এই শ্লোগানের মাধ্যমে জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও তীব্র গরমের হাত থেকে রক্ষায় রিক্সা চালক ও পথচারীদের হাতে ছাতি,ক্যাপ ও বিশুদ্ধ পানি তুলে দিলেন,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট, ১৫ জুন সকাল ১০ টায় কুষ্টিয়া শহরের এন এস রোড বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে ও বেলা সারে ১১ টার সময় মজমপুর গেট ট্রাফিক বক্সের পাশে,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট এর সেক্রেটারী কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগরআলী এর নেতৃত্বে এই কর্মসুচি পালন করা হয়, এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রমসম্পাদক গোলাম মোস্তফা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য আবদুল লতিফ দীঘা,নির্বাহী সদস্য সাজেদা বেগম,বাংলাদেশ রেডক্রিসেন্টসোসাইটি,কর্মকর্ত্তা,কর্মচারী,সেচ্ছাসেবক ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ।
সেক্রেটারী জননেতা আজগরআলী বলেন মানবতার সেবায় কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটির কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় প্রতিবছর গরমের তীব্রতা থেকে বাচাতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ,রিক্সা চালক,পথচারীদের ভিতর ছাতি,টুপি, বিশুদ্ধ পানি সর্বরাহ করে আসছে কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি, আগামিতে এই কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। এসময় প্রায় ৫ শতাধিক মানুষের হাতে ছাতি পানি ও টুপি তুলে দেওয়া হয়েছে।