নুরুল কবির, সাতকানিয়া চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন ৮নং ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের দীর্ঘ ১১ বছর পর কমিটি ঘোষণা হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উজ্জীবিত দেখা গেছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে ৮নং ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
৮নং ঢেমশা ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি ইমরান উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসান মুরাদ’র নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন বের করা হয়। মোটরসাইকেল শোডাউনটি সাতকানিয়া রিসোর্ট সামনে থেকে কেরানীহাট বাজার, সাতকানিয়া রাস্তার মাথা,আনুফকিরের দোকান ঘুরে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোডাউন শেষে কেরানীহাট বাজারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির ছাত্রলীগ সভাপতি ইমরান উদ্দিন বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ গড়ার পাঠশালা। দীর্ঘ ১১ বছর পরে ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমাকে সভাপতি করায় সাতকানিয়া-লোহাগাড়ার অবিভাবক এম এ মোতালেব (সিআইপি) এমপি ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল অতীত ঐতিহ্যে আঁচড় না লাগে, মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন না হয়। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার কর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।
নবগঠিত কমিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মু্রাদ বলেন, নবগঠিত কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক করায় নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার।তিনি আরো বলেন,২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী, স্মার্ট বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ছাত্রলীগের। বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে তরুণদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব দিতে পারে। ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে সরকারের সহযোগী হিসেবে ছাত্রলীগ নেতৃবৃন্দের সম্মুখে থেকে কাজ করতে হবে।
এসময় ছাত্রলীগ নেতা জিহাদ, রহমান, সাঈদ, আসিফ, রাফি,রকি,সাকিব, মাঈনু,মিনহাজ, জোবাইর,সাজ্জাদ সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।