খুলনা বুরোপ্রধান আসলাম হোসাইন মধু
গত 24 ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১/ মোঃ জালাল হাওলাদার (৫০) , পিতা – মৃত সোনামিয়া হাওলাদার , সাং ৬ নং ঘাটোস্থ হরিজন কলোনি , থানা খুলনা।
২/ মোঃ শাহরিয়ার হোসেন (১৯) , পিতা – মোঃ সেলিম হোসেন , সাং মহেশ্বরপাশা , থানা – দৌলতপুর ,
৩/ মোঃ রাফিন শেখ (১৯) , পিতা – মোঃ আমিন শেখ , সাং – হরিণ টানা , থানা লবণচরা , এবং ৪/ শফিকুল সর্দার (২২) , পিতা – মোঃ ফরিদ সরদার , সাং – হরিণটানা , থানা – লবণচরা, জেলা খুলনা মহানগরীদেরকে মহানগরের বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
মাদক কারবারিদের নিকট হতে ৪৯০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । এ সংক্রান্ত এ গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ টি মামলা রজু করা হয়েছে ।