খুলনা বুরোপ্রধান আসলাম হোসাইন মধু
এস আই (নি:) মোঃ চাঁদ আলী সংগীত ফর সহ ডিউটি করাকালীন সময়ে শিমুলিয়া ইউনিয়নের বসোয়া বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর ধর্তব্য অপরাধ সংগঠন করার চেষ্টা কালে পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করে খোকসা থানা পুলিশ । আসামি ১/ মোঃ সুজন মন্ডল ( ৩০ ), পিতা শহর আলী । ২/ মোঃ তাসের আলী বিশ্বাস (৩৫) , পিতা মৃত চতুর আলী বিশ্বাস । ৩/ মোঃ সজীব হাসান (২৫) , পিতা মৃত নিয়ামত আলী , সাং বসোয়া । ৪/ মোঃ সবুজ আলী (৪০) , পিতা মোঃ কিসমত আলী । ৫/ মোঃ কেসমত আলী (৬০) , পিতা মৃত দেহের আলী , উভয়ই সাং পাইকপাড়া মির্জাপুর , থানা খোকসা – জেলা কুষ্টিয়াদের কে গ্রেফতার পূর্ব বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় । খোকসা থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত রয়েছে ।