1. admin@dakbela.com : admin :
কুষ্টিয়ায় যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত-০২। - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত-০২।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত

 

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালীর কালুর মোড় এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার ৯ জন যাত্রী আহত হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২ জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে কুমারখালীর আলাউদ্দিননগরের কালুর মোড় এলাকায় এ দূর্ঘটনায় ঘটেছে।

নিহত মনির হোসাইন (২২) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

একই দুর্ঘটনায় নিহত শহিদুল ইসলাম দৌলতপুর থানার এসআই ছিলেন।

আহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামের আসাদুল ইসলাম (৬০), চর চাপড়া গ্রামের আরমান (৬০) ও তাঁর স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেন আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের রুহুল (১৯) ও আবদুল হাকিমের ছেলে রিয়াজুল ইসলাম (৩০)।জানা গেছে, কুমারখালীর কালুর মোড় এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে রাজবাড়ীর দিক থেকে আসা ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ ৯ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী মনির হোসাইন ও এস.আই শহিদুল ইসলাম মারা যান।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে মঙ্গলবার যোগদান করেন অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার খবর শোনার পর সন্ধ্যা সাতটার দিকে তিনি ওই ছাত্রের লাশ দেখতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ছুটে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে ৯ জন গুরুতর রক্তাক্ত আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ডাম্প ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: নিহত শিক্ষার্থী মনির হোসাইন এবং দুমড়ে-মুচড়ে যাওয়া মাহিন্দ্রা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর