খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
গত ১০ /০১ /২০২৪ ইং তারিখ বিকাল ০৪:৫৫ ঘটিকায় কোতোয়ালি মডেল থানায় কর্মরত এসআই মোহাম্মদ আব্দুর রহিম ও সঙ্গীয় ফোর্স সহ কোতোয়ালি মডেল থানাধীন ০৫ নম্বর বাস্তুবি ইউনিয়নের সঞ্জয় সাকি নষ্ট পলাতক আসামি নাহিদুল ইসলাম সাজ্জাদ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ১১ কে জিজ্ঞাসা উদ্ধার করেন ।
উক্ত ঘটনায় কোতোয়ালীর মডেল থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর- ২০ , তারিখ ১০ জানুয়ারি ২০২৪ ইং । জি আর নং -২০ , ধারা -৩৬ (১) সারণীর ১৯ (খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮ রাজু করা হয়।